বিএনপির শেষ দিনের মনোনয়ন ফরম বিক্রি চলছে

১২৩৪নেতাকর্মীদের উৎসবমুখর পদচারণা, মিছিল, স্লোগানের মধ্য দিয়ে বিএনপির শেষ দিনের মনোনয়ন ফরম বিক্রি চলছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দলের নয়াপল্টন কার্যালয়ে মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। গত দুই দিনের তুলনায় মনোনয়ন প্রত্যাশী ছাড়াও দলের হাজার হাজার নেতাকর্মীকে কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা গেছে।

মনোনয়ন সংগ্রহকারীদের মিছিলের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদেরও ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিল করতে দেখা গেছে।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য রাহাত আহম্মেদ বলেন, ‘কোনও মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে আসিনি। সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী কার্যালয়ের সামনে আসছেন। এটা অনেক আনন্দের। এই আনন্দ উপভোগ করার জন্য এসেছি।’

বুধবার সংঘর্ষের পর পল্টন কার্যালয়ের আশপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি বেড়েছে। তারা অবস্থান করছেন নাইটিংগেল মোড়ে। নেতাকর্মীরা নাইটিংগেল মোড় পার হয়ে জড়ো হচ্ছেন, এরপর কার্যালয়ের সামনে পর্যন্ত মিছিল করে মনোনয়ন নিতে আসছেন। মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের রাস্তায় অবস্থানের কারণে কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত পাশের রাস্তাটি যান চলাচলের জন্য খোলা রয়েছে।

মিছিল থেকে মনোনয়ন সংগ্রহকারীর পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও স্লোগান দিচ্ছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

ভোলা সদর আসন থেকে মনোনয়ন কেনার জন্য এসেছেন হায়দার আলী লেলিন। তিনি বলেন, ‘আমি তরুণদের প্রতিনিধি। এলাকার সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছি। নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে এখানে আসছেন। সারাদেশের মানুষ বিএনপিকে সমর্থন জানাচ্ছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে বিএনপি জয়লাভ করবে।’

গত ১২ নভেম্বর থেকে একাদশ জাতীয় সংসদের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মনোনয়ন ফরমের জন্য পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে আরও ২৫ হাজার টাকা।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের তারিখ আবারও পেছানোর জন্য বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।