ড. কামাল অপশক্তির কাছে বিক্রি হয়ে গেছেন: নাসিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে ১৪ দলের নেতারাঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন অপশক্তির কাছে বিক্রি হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শনিবার (১৭ নভেম্বর ) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
পল্টনে জ্বালাও-পোড়াও -এর ঘটনায় ঐক্যফ্রন্ট নিশ্চুপ এবং নির্বাচনে জয়ী হলে ড. কামাল হোসেন প্রেসিডেন্ট এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘ড. কামাল হোসেনের এতো অধঃপতন হলো এটা সত্যি খুব দুঃখজনক। জ্বালাও-পোড়াও হলো, পুলিশের ওপর হামলা হলো, তিনি একটাও কথা বললেন না। কামাল হোসেন এতো বেশি বিক্রি হয়ে গেলেন অপশক্তির কাছে, বিস্মিত হলাম। যারা এখনও ঠিক করতে পারেনি দলনেতা কে হবেন, তাদের কাছে জনগণ কী আশা করতে পারে? আমাদের যেমন সিদ্ধান্ত আছে, যখনই নির্বাচন হবে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’
ডিসেম্বর মাস আসলেই বিএনপি-জামায়াত ভয় পায় দাবি করে নাসিম বলেন, কী কারণে যেন বিএনপি-জামায়াত জোট ভয় পায়। তাদের একাত্তরের সেই পরাজয়ের কথা মনে হয়। এই কারণেই ডিসেম্বর মাস আসলে তারা আতঙ্কিত হয়। এজন্য আমরা দেখলাম নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করলো, তারপরও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একাধিকবার জানিয়েছে নির্বাচনের তারিখ পেছানোর জন্য। নির্বাচন কমিশন তাদের অনুরোধ থেকে ভোটের তারিখও পরিবর্তন করলো। এই ব্যাপারে আওয়ামী লীগ কিংবা ১৪ দল কেউ কোনও আপত্তি করেনি। আমরা বললাম ঠিক আছে, তাদের সুযোগ দেওয়া হোক। এরপরও দেখলাম তারা আবার আবদার করলো। ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে চায় না। আমাদের ধারণা, ডিসেম্বর মাস আসলে তারা ভয় পায়, তারা আতঙ্কিত হয়, হেরে যাওয়ার ভয়ে।’
পল্টনে পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়ে নাসিম আরও বলেন, ‘কেন পুলিশকে আক্রমণ করা হলো? এবারও দেখলাম বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে নারী-পুরুষ সবাই দাঁড়িয়ে আছে। আমরা বিস্মিত হলাম দেখে। তারা মনে হয় আগে থেকেই প্রস্তুত ছিল। এই যে তাদের আচরণ, তাদের মনে হয় এখনও চরিত্র পরিবর্তন হয়নি।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা এখনও মনে করি তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তারা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনের মাঠে আসেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন। জনগণ রায় দেবে, সেই রায় আমরা মেনে নেব। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের শক্তি যেভাবে ঐক্যবদ্ধ আছে, আমাদের বিজয় নিশ্চিত।’ নাসিম আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা যে সিদ্ধান্তই নেবেন তার পক্ষে থাকবে ১৪ দল।
নির্বাচনের প্রচারে ১৪ দলের পক্ষ থেকে একটি টিম করে দেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রচার টিম গ্রামে-গঞ্জে সভা-সমাবেশ করবে। এই টিমে নেতৃত্ব দেব আমি নিজেই। বিজয় দিবসে প্রতিটি জেলা-উপজেলায় বিজয় মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাসসহ নির্বাচনি প্রচার চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।