বিএনপির বিপুল নেতাকর্মী আ.লীগে যোগদানের অপেক্ষায়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরবিএনপি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যদি নেত্রীর  (শেখ হাসিনা) ক্লিয়ারেন্স পাই, তিনি একটু সবুজ সংকেত দিলেই সারাদেশে বিএনপির বিপুল নেতাকর্মীর স্রোতধারা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে।’ এই যাত্রা মির্জা ফখরুল ইসলাম বন্ধ করতে পারবেন না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বুধবার (২১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,  ‘‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ‘হর্স ট্রেডিং’ আছেই। ঘোড়া বদলের যে রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনও বিষয় নয়। নতুন কোনও দৃশ্যপটও নয়। কে কোন দিকে অবস্থান নেবে? অলরেডি তো হচ্ছেই। ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মাহমুদুর রহমান মান্না সবাই আওয়ামী লীগে ছিলেন, তারা ওপাশে গিয়েছেন (বিএনপির সঙ্গে জোট করেছেন)। সবার অধিকার আছে এদিক থেকে ওদিকে যাওয়া এবং আসার। ’’

আওয়ামী লীগ ও জোট শরিকদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আসন বণ্টন চূড়ান্ত হয়নি। অলরেডি আমরা মৌখিকভাবে ১৪ দল এবং জাতীয় পার্টির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। মনোনয়ন কাজ এগিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। কিছু প্রস্তুতি  ও আনুষ্ঠানিক তালিকা তৈরি করা বাকি আছে।’

নির্বাচন কমিশনে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অভিযোগ আর নালিশ বিএনপির পুরনো অভ্যাস। নির্বাচনে জেতার শতভাগ গ্যারান্টি না দিলে, তারা এমন অভিযোগ করতেই থাকবে। এগুলো তাদের নাটক, তাদের পুরনো অভ্যাস। আরও নতুন নাটকের চমক আপনারা দেখতে পারবেন।’

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।