বৃহস্পতিবার ইভিএম বন্ধের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সেমিনার

ইভিএম বন্ধের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সেমিনারএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধের দাবিতে সেমিনারে আয়োজন করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে এই সেমিনার অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

শায়রুল বলেন, “ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুন’ এই শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আইটি বিশেষজ্ঞরা এতে উপস্থিত থাকবেন।’

ঐক্যফ্রন্টের সূত্র জানা গেছে, সেমিনারে ইভিএমের মাধ্যমে ভোটের বিভিন্ন অসুবিধার বিষয়টিও তুলে ধরা হবে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের বৈঠকেও নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।