আ. লীগের ৩০টির বেশি আসন নেই: মির্জা ফখরুল

১২

আওয়ামী লীগের ৩০টির বেশি আসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনটা দিন সুষ্ঠুভাবে। অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। সব দলকে সমান সুযোগ দিন। দেখেন কে কতটা আসন পায়। তারা জানেন, তারপরও বলছি, তাদের (আ.লীগের) ৩০টির বেশি আসন নেই। সেই কারণে তারা আজ এই খেলাগুলো খেলছে।’

শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুলের কন্ট্রোলে নেই বলে দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেছেন।  

এসময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে নিয়ে তাদের এতো দুঃচিন্তা কেন? এর আগে বলছেন, আমরা নাকি প্রার্থী খুজে পাবো না। এখন এক আসনে আমাদের ২ এর অধিক প্রার্থী। ৩ আসনে ৬শর ওপরে প্রার্থী। আমরা বারবার বলেছি, আমাদের প্রার্থীর অভাব নেই।’

জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ অন্যান্য দলগুলো বাংলাদেশের স্থিতিশীলতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করা মার্কিন কংগ্রেসের রেজ্যুলেশনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘উনারা এই বিষয়গুলো দেখেন। বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তাদের যে ভূমিকা রাখা উচিত, সেই ভূমিকা তারা রাখছেন কিনা!’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘মার্কিন কংগ্রেসকে দেখেন, তাদের কী চোখ আছে যে বাংলাদেশে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতের গাড়িতে কে আক্রমণ করে তা তারা দেখেন, নাকি দেখেন না। এই প্রশ্ন আমি করতে চাই।’