ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী চিত্রনায়ক ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট) আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে। শুক্রবার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ফারুককে চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়েছে।  

প্রাথমিক পর্যায়ে এই আসনে আওয়ামী লীগ থেকে দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ছাড়াও মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান। তবে শেষ পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চিত্রনায়ক ফারুককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, এ আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২০১৪ সালে বিএনএফের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ।