ফেনী-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন হাজী রহিম উল্যাহ

সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণামনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ফেনী-৩ আসনের (সোনাগাজী ও দাগনভূঁঞা) বর্তমান সংসদ সদস্য রহিম উল্যাহ। শনিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনে (ইসি) আমার দাখিল করা মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তাই মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা করতে নির্বাচনি এলাকার আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ করছি।’

বর্তমান এমপি আরও বলেন, ‘আমি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনায় আওয়ামী লীগের রাজনীতি করছি, তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি ফেনী-৩ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমার নির্বাচনি এলাকা ফেনী-৩-এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে আপনাদের উপস্থিতিতে পূর্ণ সমর্থন করলাম।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমার পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও সমর্থন আছে এবং থাকবে। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনি এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে তার সব সিদ্ধান্তকে স্বাগত জানাই।’