শাহ মোয়াজ্জেমের গাড়িবহরে হামলা বিএনপির দলীয় কোন্দলের জের: মাহী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেইট এলাকায় বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় নৌকার প্রার্থী মাহী বি. চৌধুরীর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সর্বৈব মিথ্যা এবং হাস্যকর বলে দাবি করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী. বি. চৌধুরী।

 তিনি আজ শনিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা বিএনপির দলীয় কোন্দলের জের ধরেই হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এই ঘটনার দোষ চাপানোর অপচেষ্টা মুন্সীগঞ্জের জনগণের কাছে পরিস্কার।

বিবৃতিতে মাহী বি. চৌধুরী আরও বলেন, তিনি কখনোই সন্ত্রাস নির্ভর রাজনীতি করেন নাই। তিনি বলেন, যারা বিক্রমপুরে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে তাদেরকে জনগণ ভালভাবেই চেনে।

মাহী আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সুস্পষ্ট রায় প্রদান করবে।