যারা মনোনয়ন বাণিজ্য করে তারা ক্ষমতায় গেলে দেশ বেচে দেবে: ড. হাছান মাহমুদ

নির্বাচন উপলক্ষে সরকারবিরোধী দলগুলোর মনোনয়ন বাণিজ্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যারা মনোনয়ন বাণিজ্য করে, তারা যদি দেশ চালানোর দায়িত্ব পায়, তাহলে দেশ বেচে দেবে। তাদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে।’ সোমবার (১০ই ডিসেম্বর) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা'র প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

হাছান মাহমুদ বলেন, ‘সমস্ত পৃথিবী যখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, তখন ঐক্যফ্রন্টের ব্যানারে তারা ভোট চায়, আর লজ্জায় রাজনীতিবিদ হিসেবে আমারও মাথা হেঁট হয়ে যায়। কিছুদিন ধরে বিএনপির নয়াপল্টনের বিএনপি অফিস ও গুলশানর কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট বসেছিল। যারা টাকা খরচ করেও মনোনয়ন কিনতে পারেননি, তারা আক্রমণ করলেন।  অফিসে তালা লাগিয়ে দিলেন। এরপরও যদি তাদের নেতাদের লজ্জা থাকে, তাদের তো পদত্যাগ করা উচিত।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িতে হামলা করা হলো, তার গাড়ির ড্রাইভারের মাথা পাটিয়ে দিলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, মহাসচিব গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা শুধু বিএনপির নয়, রাজনীতিবিদ হিসেবে আমিও লজ্জা পাচ্ছি।’  

আওয়ামী লীগের শাসন আমলে উন্নয়নের ফলে দেশের চেহারা বদলে গেছে দাবি করে হাছান মাহমুদ বলেন,  ‘প্রতিটি মানুষের চেহারা বদলে গেছে। আজকের ভিডিও ফুটেজের সঙ্গে যদি ১০ বছর আগের ভিডিও ফুটেজের চেহারা মেলান, তাহলে দেখতে পাবেন, আজকের চেহারা অনেক পরিপাটি। কাপড় অনেক পরিপাটি। খালি পায়ে মানুষ দেখা যায় না, এটি বদলে যাওয়া বাংলাদেশ।