বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে ঐক্যফ্রন্টের কর্মসূচি

জাতীয় ঐক্যফ্রন্ট

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ৩টায় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর ভোরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফুল দেবেন তারা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে ফুলের মালা দান ও ফাতেহা পাঠ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতেও আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।