খুলনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনখুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়ায় নির্বাচনি প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের ১০ নেতাকর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মিকশিমিল বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা. শাহনাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করে তা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোছা. শাহনাজ বেগম বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের খবর পেয়ে সন্ধ্যার দিকে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় সেখানে বিধি ভঙ্গ করে ১০টি মোটরসাইকেল নিয়ে নির্বাচনি প্রচারণা করতে দেখা যায়। শুনানির পর তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিকশিমিল, রুদাঘরা এলাকায় খুলনা-৫ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান খান ও থানা পুলিশ।