জামায়াত প্রার্থীদের বিএনপি মনোনীত করেছে: নজরুল ইসলাম খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে জামায়াতের প্রার্থীদের জামায়াত নয় বিএনপিই মনোনীত করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘তারা (জামায়াতের প্রার্থীরা) কেবল ধানের শীষের প্রতীক নিয়ে নয়, বিএনপির মনোনীত। জামায়াত তাদের মনোনীত করেনি, বিএনপি মনোনয়ন দিয়েছে। এই কারণেই বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেওয়া হয়েছে।’

জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি প্রসঙ্গে শনিবার (২২ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা অবৈধ হলে নির্বাচন কমিশন বলতো- তাদের প্রার্থিতা অবৈধ। অবৈধ হলে প্রতীক বরাদ্দ করলো কেন? নির্বাচন কমিশন একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ কথায় কথায় বলে, নির্বাচন কমিশন যা করবে, তা হবে। আমরা নির্বাচন কমিশনকে কোন বাধা দেবো না। তাহলে তারা কেন এখন পদে পদে বাধা সৃষ্টি করছে।’

ওয়েবসাইটে পদ-পদবি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘পদ-পদবি থাকুক। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) যদি আমার কাছে মনোনয়ন চান, আর আমি যদি উচিত মনে করি, আপনাকে আমি মনোনয়ন দিতে পারি। কোনও ওয়েবসাইটে আপনার নাম কিভাবে আছে, সেটা তো পরের ব্যাপার। আইনে দিতে পারি কিনা, সেটা হলো বিষয়। আর জামায়াত রেজিস্ট্রার্ড পার্টি নয়। কারা কারা জামায়াত করে, এই তালিকাও আমাদের কাছে নেই। যারা আমাদের মনোনয়ন চেয়েছে, আমরা তাদের মনোনয়ন দিয়েছি। তারা আমাদের দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন।’

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যবেক্ষক আসার ব্যাপারে সম্ভবত সরকার বাধা সৃষ্টি করছে। তাদের ভিসা না দিলে তারা আসবে কী করে। নির্বাচনের নামে সরকার যে কাজটি করতে চাচ্ছে, তা হলো চুরিচামারি। আর এ কাজে পর্যবেক্ষক তো তাদের জন্য বাধা।’

এর আগে নজরুল ইসলাম খান আদালতের রায়ে দলের প্রার্থিতা স্থগিত আসনসমূহে নির্বাচন স্থগিত বা প্রার্থী পরিবর্তনের দাবি করে কমিশনে চিঠি দেন।