এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের

গোলাম কাদের (ছবি: সংগৃহীত)

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার  (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই তথ্য জানান।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী চিঠি পাঠানোর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

এরশাদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়— ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিলে আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করা হবে।’

চিঠিতে এরশাদ আরও বলেন, ‘আমি পার্টির চেয়ারম্যান হিসেবে যতদিন দায়িত্ব পালন করবো, গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’   

প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী করা হয়। ওইদিন এরশাদ এক চিঠিতে বলেন, ‘হাওলাদারের পদমর্যাদা পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থান। পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।’