সৈয়দ আশরাফের মৃত্যুতে জাতীয় পার্টির শোক



সৈয়দ আশরাফুল ইসলামজনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দলটির সিনিয়র কয়েকজন নেতা। বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।



দেলোয়ার জালালী জানান, সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ , সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তারা সৈয়দ আশরাফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। দেশে না থেকেও সৈয়দ আশরাফ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হন।