শ্রমিকদের দাবি মেনে নিন: জমিয়ত

নূর হোসাইন (ফাইল ছবি)আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সব দাবি অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন। বুধবার (৯ জানুয়ারি) এক  বিবৃতিতে  তিনি এ দাবি জানান।

জমিয়ত মহাসচিব বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত এবং অনেক শ্রমিককে আহত করা হয়েছে। দেশের উন্নয়নে শ্রমিক, কৃষক ও অপরাপর মেহনতী মানুষ ঘাম ঝরানো নিরলস খাটুনি

খেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অথচ সরকারের গত দুই মেয়াদ থেকে আমরা দেখে আসছি— এদের উন্নয়ন ও প্রয়োজন নিবারণে কার্যকর কিছুই করা হচ্ছে না। শ্রমিক, মজদুর ও মেহনতী মানুষরাই সবচেয়ে বেশি অবহেলা ও কষ্টকর জীবনযাপন করছেন।’

নূর হোসাইন বলেন, ‘সরকার কথায় কথায় উন্নয়নের যে জয়গান করছে, তা করপোরেট বাণিজ্যের সুবিধার জন্য জনগণের ট্যাক্সের অর্থে রাস্তা-ঘাট, সেতু, ফ্লাইওভার, বিদ্যুত, বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র তৈরি, ধনীদের উঁচু উঁচু ইমারত এবং সরকারি লোকজনের বিলাসবহুল অফিস ও গাড়ি-বাড়ির মধ্যেই অনেকটা সীমাবদ্ধ।’

তিনি বলেন, ‘বস্তুত, দেশের ৮০-৯০ ভাগ নাগরিক তথা কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বেকার, গরিব ও গ্রাম-বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রতি সরকারের আন্তরিক নজর দেখতে পাই না। এসব মানুষ পরিবার নিয়ে  স্বাভাবিক দিনগুজরান করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। সারাদেশে মাত্র কয়েক লাখ বয়স্ক ও দুস্থদেরকে সরকার নামমাত্র ভাতা দিয়ে কোটি কোটি নিম্ন বিত্তের নাগরিকের দায়-দায়িত্ব পাশ কাটানোর সুযোগ নেই। শ্রমিক ও গরিব মানুষকে ঠকিয়ে দেশের প্রকৃত উন্নয়ন হবে না। দেশের বর্তমান উন্নয়নের ধারাকে আমূল পাল্টিয়ে জনবান্ধব করতে হবে। কারণ, এই  ধারা মারাত্মক শ্রেণি বৈষম্য তৈরি করছে এবং মধ্য ও নিম্নবিত্ত মানুষকে নিঃস্ব করে মুষ্টিমেয় ধনী মানুষের পকেট ভারি করছে।’

নূর হোসাইন বলেন, ‘যে শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিন-রাত ঘাম ঝরাচ্ছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না করে যে আচরণ করা হচ্ছে, তা নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়।’