ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে ঢাবি ছাত্রদলের ৮ দফা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংবাদ সম্মেলনঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদল ৮ দফা দাবি পেশ করেছে। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে লিখিতভাবে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। পরে সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে অবহিত করা হয়।

আট দফা প্রস্তাবনা হলো-

১. পরিবেশ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব শর্ত হিসেবে গঠনতন্ত্রে সংযোজন করতে হবে।

২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্র-ছাত্রী যারা ভোটার হওয়ার উপযুক্ত বলে গণ্য হবে, তাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতামূলক বিদ্যমান ধারা সংশোধন করে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

৩. হলে হলে ভোট গ্রহণের পরিবর্তে ডাকসু ও হল সংসদের ভোট কেন্দ্রীয়ভাবে কলা ভবন ও কার্জন হলে গ্রহণের ব্যবস্থা করতে হবে।

৪. স্বচ্ছ-সুষ্ঠু ও নিরাপদ ভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণের সকল প্রক্রিয়া (ভোট গ্রহণের গোপন বুথ ব্যতিরেকে) এবং সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লোজসার্কিট ক্যামেরার আওতায় আনতে হবে।

৫. ডাকসু নির্বাচন স্বচ্ছভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের সমন্বয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

৬. ডাকসু গঠনতন্ত্রে সন্নিবেশিত ৫(ধ)-এর অগণতান্ত্রিক ধারার সংশোধন করে ছাত্র সংসদ বিলুপ্তি অথবা কার্যক্রম স্থগিত নেওয়ার ক্ষেত্রে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে।

৭. ডাকসু ও হল সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলো কোনও প্রার্থী ও নেতাকর্মীদের কোনও প্রকার হয়রানি, মামলা দেওয়া অথবা গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৮. সদস্য পদের ক্ষেত্রে ১৯৯১ সালের ডাকসু গঠনতন্ত্রে বাতিলকৃত ৪ অনুচ্ছেদের বি, সি, ও ডি ধারা পুনরায় সংযোজন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি তানভীর রেজা রুবেল, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সহসাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।