তৃতীয় দিনেও আ.লীগের ফরম সংগ্রহে ভিড়

ফরম সংগ্রহে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় (ফাইল ফটো)একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। ফরম সংগ্রহের জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন মনোনয়নপ্রত্যাশীরা। 

আওয়ামী লীগের সংরক্ষিত ৪৩টি আসনের জন্য ধানমন্ডি অফিসে ৮টি বুথে ৮ বিভাগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। মনোনয়ন ফরমের দাম ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ফরম বিক্রির দ্বিতীয় দিনে বুধবার (১৬ জানুয়ারি) পর্যন্ত মোট ১০৫৭টি ফরম বিক্রি হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। আর বুধবার পর্যন্ত ফরম জমা হয়েছে ২৫০টি।

এরআগে, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন।