কারাগারে খালেদা জিয়া অসুস্থ: রিজভী

খালেদা জিয়া। ফাইল ছবিবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি জানান।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল (বুধবার) আদালতে উপস্থিত হতে পারেননি। নজীরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকিয়ে রাখা হয়েছে। এই আটকে রাখার পেছনে ব্যক্তিগত প্রতিহিংসা পূরণের সাধ মেটানো হচ্ছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তার সুচিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে কোনও আবেদনই কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি। বরং সরকারের প্ররোচণায় কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দেওয়ারই চেষ্টা করেছে।’

রিজভী বলেন, ‘চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে কারাগারে। তার অসুস্থতা সত্ত্বেও সেটিকে আমলে না নিয়ে বারবার আদালতে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। হয়রানি ও শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্যই সরকারের সাজানো অসত্য মামলায় বেগম জিয়াকে ঘনঘন আদালতে উপস্থিত করা হচ্ছে।’

বিএনপি নেতা অভিযোগ করেন, ‘সরকারের কারসাজিতেই বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’