কোকোর মৃত্যুবার্ষিকী কাল, পালন করবে বিএনপি





আরাফাত রহমান কোকো (সংগৃহীত ছবি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)। ২০১৫ সালের ২৪ জানুয়ারি তিনি মালয়েশিয়ায় মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও কবর জিয়ারত করবেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নেবেন তারা।
২০১৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কোকো কুয়ালালামপুরে মারা যান। তার হার্ট অ্যাটাক হওয়ার পর কুয়ালালামপুরের স্থানীয় বিএনপি নেতারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তিনি পথেই মারা যান। পরদিন তার মরদেহ বাংলাদেশে আনা হয়। ওই সময় খালেদা জিয়া ৩ মাসের অবরোধ কর্মসূচির ডাক দিয়ে নিজের গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।