সমালোচনা করা আওয়ামী লীগের মানায় না: জোনায়েদ সাকি

বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধনবিভিন্ন সময়ের নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ যে সমালোচনা করে, সেই সমালোচনা আওয়ামী লীগের মানায় না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বুধবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে স্বৈরাচারি পন্থায় ক্ষমতায় গেছে, এর আগে কোনও সরকার এ রকম স্বৈরাচারি পন্থায় ক্ষমতায় যায়নি। অথচ তারা বিএনপি ও জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করে, সে সমালোচনা তাদের মানায় না।’
জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। অবিলম্বে এই ভোট ডাকাতির নির্বাচন বাতিল চাই। ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, যদি দুর্নীতি জিরো টলারেন্সে আনতে চায় আওয়ামী লীগ তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোট নেতা মানস নন্দী, হামিদুল হক প্রমুখ।