১০ বছর পর আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি করলো বিএনপি

বিএনপি

প্রায় ১০ বছর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করলো বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে প্রধান করে এই কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোয়া আটটা অব্দি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপাতত জমিরউদ্দিন সরকারকে প্রধান করে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি আহ্বায়ক কমিটিতে আরও সদস্য যুক্ত করবেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কয়েকজন সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনহ অনেকে উপস্থিত ছিলেন। তবে ফোরামের ১০ বছরের প্রলম্বিত কমিটির মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈঠকে অংশ নেননি।

বৈঠকে বিএনপির আইনজীবীরা জানান, আগামী এপ্রিল পর্যন্ত জমিরউদ্দিন সরকার সময় নিয়েছেন, এরপর তিনি নতুন কমিটি করবেন। এপ্রিলের যেকোনও সময় বসে আলোচনার মাধ্যমে তিনি কমিটি করবেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘আজকের বৈঠকে ফোরাম গঠনর পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হয়েছে।’

গত ১০ বছর ধরে বিএনপির সহযোগী প্রতিষ্ঠান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি মাত্র তিনজনকে দিয়ে পরিচালিত হয়ে আসছিল। এর মধ্যে গত একবছর ধরে আইনজীবীরা কমিটি পুনর্গঠনের বিষয়ে দাবি জানিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ফোরামের আহ্বায়ক কমিটি করা হলো।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুটো বার নির্বাচনের পর ফোরামের নতুন কমিটি গঠন করা হবে। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

আরও পড়ুন: বিএনপির ১০ বছরের পুরনো আইনজীবী ফোরামে বিরোধ