সবার সঙ্গে সুসম্পর্ক চা-চক্রের মূল বিষয়: জি এম কাদের

গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে বিভিন্ন দলের নেতারা (ছবি, ফোকাস বাংলা)গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশ নেওয়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন,‘আজকের চা-চক্রের মূল বিষয় ছিল সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।’
তিনি বলেন, রাজনৈতিক নেতারা সেখানে খোলামেলা মনে আলোচনা করেছেন। আমি মনে করি, এটা ভবিষ্যতে রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।’
শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে চা-চক্র শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের কুশল বিনিময় (ছবি, ফোকাস বাংলা)এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এটা শুধু চা-চক্র। ইনফরমাল ওয়েতে (অনানুষ্ঠানিকভাবে) আমরা একজন আরেকজনের সঙ্গে মিশেছি। সৌহার্দ্যের যে বন্ধন সেটা আরও দৃঢ় হয়েছে।’
জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মের জন্য ভালো। আমরা প্রধানমন্ত্রীকে একটা রিসোর্টে আমন্ত্রণ জানিয়েছি, যেখানে তার নিরাপত্তার কোনও সমস্যা হবে না, এ রকম কোনও একটি জায়গা। ওই দিনের দাওয়াতে আজকে যারা ছিলেন সবাই থাকবেন।’

আরও পড়ুন: গণভবনের চা-চক্র পরিণত মিলনমেলায়