নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরস্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এরপরে বিএনপি এতে অংশ নিলো কি নিলো না, তা নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি ও জামায়াতের পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াতকে বিএনপি ছেড়ে দেবে বলে মনে হয় না। কারণ, দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে।’
সড়কে শৃঙ্খলা না ফেরার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী নিজের দায় স্বীকার করেন। বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র কার্যক্রম ঢেলে সাজানো হবে। এ বিষয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সড়ক নিয়ন্ত্রণ কাউন্সিলের সভায় সুপারিশ চাওয়া হবে।’

এ সময় সড়কে ছোট যান চলাচল বন্ধ করা রাতারাতি সম্ভব নয় বলে জানান মন্ত্রী। তিনি এর জন্য অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের দায় রয়েছে বলেও অভিযোগ করেন।