ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সিপিবির মানববন্ধন

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির( মার্কসবাদী) মানববন্ধনভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম)। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা মার্কিনিদের এ অযাচিত হস্তক্ষেপ বন্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।  

এ সময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ডাক্তার এমএ সামাদ বলেন, ‘সাম্রাজ্যবাদী বুর্জোয়া অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অযাচিতভাবে ভেনেজুয়েলায় আগ্রাসন চালাচ্ছে। ভেনেজুয়েলার তেল সম্পদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের লোলুপ দৃষ্টি পড়েছে। সে কারণেই সে দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমেরিকার সরকার আগ্রাসন চালাচ্ছে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’

এমএ সামাদ বলেন, ‘সারা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ একক আধিপত্য কায়েম করে যে বেপরোয়া আগ্রাসন চালা‌চ্ছে তার বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী জনগণকে রুখে দাঁড়াতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– আয়োজক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোস্তফা আল খালিদ, মাসুদ আলম, রফিকুল ইসলাম, শামসুল হক প্রমুখ।