ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

পেনি মরডান্ট ও মির্জা ফখরুল (ছবি– প্রতিনিধি)

ঢাকায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারায় যুক্তরাজ্য হাই-কমিশনারের বাসায় প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ছিলেন– বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার অ্যালিসন ব্লেক।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির (এফএসি) এক সদস্য বলেন, ‘দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, একাদশ সংসদ নির্বাচন নিয়ে কথা হয়।’

তিনি আরও বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের বিভিন্ন তথ্যপ্রমাণও তুলে ধরা হয়েছে তাদের সামনে।’

বৈঠকের বিষয়ে জানতে মির্জা ফখরুল ও আমির খসরুকে একাধিকবার ফোন করা হলেও তারা তা ধরেননি।