নরেন্দ্র মোদির সঙ্গে আ. লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার (১১ মার্চ) ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ দলটির তরুণ নেতাদের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার ভারত সফরে গেছে। এই প্রতিনিধি দলের সঙ্গে নরেন্দ্র মোদি মতবিনিময় করেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, প্রতিনিধি দলের সদস্যরা সকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন। নরেন্দ্র মোদি তাদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। মোদি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এ দেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ দেশের মানুষকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধি দল নরেন্দ্র মোদির পাশে ছিল।
উল্লেখ্য, ভারতের প্রভাবশালী একটি বেসরকারি রাজনৈতিক সংস্থার আমন্ত্রণে ভারত সফর করছে আওয়ামী লীগসহ আরও কয়েকটি দলের প্রতিনিধি দল।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও আছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নাহিম রাজ্জাক, নাঈমুর রহমান দুর্জয়, নিক্সন চৌধুরী, রাজী মোহাম্মদ ফখরুল, মাহি বি চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন...
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন তরুণ রাজনৈতিক নেতারা