ডাকসুর নির্বাচিতদের তথ্যমন্ত্রীর অভিনন্দন

হাছান মাহমুদ (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি-জিএসসহ নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভা থেকে এ অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর যে নির্বাচন হয়েছে, এটিই সবচেয়ে বড় ইতিবাচক দিক।’

হাছান মাহমুদ বলেন, ‘ডাকসুতে ছাত্রদলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তারা হারিয়ে গেছে; আর সব ডান-বাম এক হয়েও ছাত্রলীগের বিজয়কে রোধ করতে পারেনি। যারা নির্বাচন বর্জন করেছিল এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের পরাজয় হয়েছে।’

অতীতের ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘অতীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, তখন ছাত্রীদের ওপর হামলা হয়েছে, নির্বাচনের পরও ছাত্রদলের হামলা-হাঙ্গামা হয়েছে। কিন্তু এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নির্বাচন হয়েছে। সেখানে কিছু ক্রুটি-বিচ্যুতির কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সেগুলো তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সার্বিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং ছাত্র-ছাত্রী ভোট দিয়েছে।’

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি এইচ টি ইমাম সভাপতিত্ব করেন।

সভা শেষে ড. হাছান জানান, দলের ‘প্রচার ও প্রকাশনা উপ-কমিটি’ গত ১০ বছরের উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রকাশনা ‘নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান’ এবং ‘সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সেফটি নেট’ শীর্ষক দু’টি সেমিনার আয়োজন এবং আগামী ১৭ মার্চ জাতির পিতার ৯৯তম জন্মদিন ও আগামী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ মুজিব বর্ষ উপলক্ষে দলের পক্ষ থেকে প্রকাশনাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।