নির্বাচন পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া গেলেন বিএনপি নেতা কায়সার কামাল

ব্যারিস্টার কায়সার কামাল

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল ‘দ্য লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া’র আমন্ত্রণে দেশটির নিউ সাউথ ওয়েলস স্টেটের নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি অস্ট্রেলিয়া যান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, ‘অস্ট্রেলিয়ার আসন্ন নিউ সাউথ ওয়েলস স্টেট নির্বাচনে সেই দেশের ক্ষমতাসীন দল দ্য লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার নির্বাচনি ক্যাম্পেইনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি দল পাঠাতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির পক্ষ থেকে কায়সার কামালকে পাঠানো হয়েছে।’

অস্ট্রেলিয়ায় থাকাকালে কায়সার কামাল দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও উল্লেখ করেন শায়রুল কবির।