খালেদা জিয়া জেলখানায়, মানে গণতন্ত্রও জেলখানায়: দুদু

জাতীয়তাবাদী কৃষক দলের মানববন্ধনবিএনপি’র ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলখানায়, মানে গণতন্ত্রও জেলখানায়। তিনি জেলখানায় এর অর্থ হচ্ছে এটা কোনও সভ্য দেশ না।’

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায় বাতিলের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

দুদু বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) জেলখানায় থাকা মানে, এদেশে কোনও আইনের শাসন নাই। ম্যাডাম জেলখানায় থাকার অর্থ, এই দেশ বসবাসের অযোগ্য একটি দেশ। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে মামলায় তিনি নিম্ন আদালতে বেকসুর খালাস পেয়েছিলেন। পৃথিবীর কোনও সভ্য দেশে পাবেন না হাই কোর্টে গিয়ে সেই সাজা সর্বোচ্চ হয়। তাকে তাই দেওয়া হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে ৭১ বছর বয়সে কারাগারে বন্দি করে রেখেছে। আদালত থেকে তাকে সুচিকিৎসা দেওয়ার কথা বললেও তাকে দেওয়া হচ্ছে না। তাকে চিকিৎসা না দেওয়া জাতিগত দৈন্যতা। আমি সরকারের এই নৃশংসতার প্রতিবাদ জানাই।’

তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ‘আপনারা ঐক্যবদ্ধ হন। যেদিন বিএনপি থেকে ঘোষণা আসবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ছাড়ার জন্য কারাগারে নেয়নি। সরকার তাকে শুধু কারাগারে রেখেই সন্তুষ্ট নয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কোনও কিছুতেই তৃপ্তি হয় না। তিনি তার অতৃপ্ত বাসনা নিয়েই রাজত্ব চালাবেন, তিনি যতই পান ততই চান।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।