জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ইসলামী আন্দোলনের

d2cfd3f3e58afe26f4d34d1f1cdf6302-5870b047a7417

ইসলামকে বিতর্কিত করতেই ইসলামবিরোধী শক্তিগুলো সন্ত্রাসী ও জঙ্গি হামলা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেছেন, ‘ইসলাম সন্ত্রাস ও চরমপন্থা সমর্থন করে না।’ এধরনের হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সম্মিলতিভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শনিবার (২৭ এপ্রিল) বিকালে পল্টনে দলের কার্যালয়ে মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ইউনুছ আহমাদ।

এসময় তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের নামে মসজিদ ও গির্জায় হামলা করে মানুষ হত্যা করে তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। এধরনের হামলাকারীরা ইসলাম ও মানবতার দুশমন। বিশ্ব থেকে ইসলাম ও মুসলমানদের শেষ করে দিতে আল্লাহদ্রোহী শক্তিগুলো কাজ করছে।’

সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা আব্দুল কাদের,  আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।