আপনারা যা বিব্রতকর অবস্থায় ফেলেন না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসলে আমি তো বলে দিয়েছি সংবাদ সম্মেলনে। (হেসে) আমাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেন না আপনারা মাঝে-মাঝে।’
সোমবার (২৯ এপ্রিল) রাত ৯ টার দিকে বিএনপির মহাসচিবের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথা হয়। নিচে তার কথোপকথনটি তুলে ধরা হলো-
বাংলা ট্রিবিউন: কেমন আছেন?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জ্বি ভাই, আছি।
বাংলা ট্রিবিউন: আপনি তো সংবাদ সম্মেলনে বলেছেন আপনার শপথ গ্রহণ নিয়ে। বলেছেন, সময় হলে দেখতে পাবেন- প্রশ্নটা আবারও করলাম।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আসলে আমি তো বলে দিয়েছি। (হেসে) আমাকে এতটা বিব্রতকর অবস্থায় ফেলেন না আপনারা মাঝে-মাঝে।
বাংলা ট্রিবিউন: আমরা তো আপনার কথাই তুলে ধরবো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: আমি তো সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বললাম, যখন সময় হবে তখন জানতে পারবেন। এখান থেকে আপনার বুঝে নেওয়া উচিত আমি বলতে চাচ্ছি না।
বাংলা ট্রিবিউন: বিএনপির যে সিদ্ধান্তের পরিবর্তন তাতে করে মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: না, পড়ার সম্ভাবনা কম। আমরা রাজনীতিকে সামনে রেখেই সিদ্ধান্তটা নিয়েছি।
বাংলা ট্রিবিউন: জাতীয় ঐক্যফ্রন্টেও তো নিশ্চয়ই প্রশ্ন উঠবে। ফ্রন্টের ঐক্যে প্রভাব পড়তে পারে?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: জাতীয় ঐক্যফ্রন্টে প্রশ্ন ওঠার সুযোগ খুব একটা হবে বলে মনে হয় না। কেননা, তাদের দুজন আগে সিদ্ধান্ত নিয়েছেন, তাই না।
প্রসঙ্গত, সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে তিনি একাই উপস্থিত ছিলেন। নীতিনির্ধারণী এ সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন দলের সিদ্ধান্ত। তার ভাষায়- সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন তারেক রহমান।
একই সঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আজকে শেষ দিন অতিক্রম করায় শপথের সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কিনা। উত্তরে ফখরুল বলেন, ‘আমি তো বললাম সময় আসুক জানতে পারবেন। আমি কি করেছি না করেছি আপনারা সময় হলেই জানতে পারবেন।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল- কোনও চাপে কি এই পরিবর্তন হয়েছে ফখরুলের ভাষ্য, ‘না কোনো চাপে নয়।’ যদিও গত কয়েকদিন টানা তিনি সরকারকে দোষারোপ করে এসেছেন- বিএনপির নির্বাচিতদের শপথ নিতে সরকারের চাপ ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনীতিকে সামনে রেখেই জাতীয় সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।