জঙ্গিবাদ দমনে আলেমদের সঙ্গে রাখুন: খেলাফত আন্দোলন





বাংলাদেশ খেলাফত আন্দোলনজঙ্গিবাদ দমনে আলেমদের সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ খান। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় ‘ইসলামবিরোধী মাদক ও জঙ্গিবাদ সমস্যার সমাধান কোন পথে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।


মাওলানা জাফর উল্লাহ খান বলেন, ‘মাদকদ্রব্য হচ্ছে যাবতীয় পাপকর্মের প্রধান। সব ধরনের মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে।’
তিনি বলেন, ‘ধর্মের নামে ইদানীং মারাত্মক অধর্মের কাজ উগ্রবাদ, জঙ্গিবাদ চলছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে হামলা ইসলাম ধর্মবিরোধী।’ জিহাদের নামে এসব অপকর্ম ইসলাম ধর্মের ভাবমূর্তিকে নষ্ট করার চক্রান্ত দাবি করে তিনি বলেন, ‘জাতীয় সব সমস্যার সমাধানে সরকারসহ সব মহলকে আলেমদের সহযোগিতা নিতে হবে।’
দলটির ঢাকা মহানগরীর আমির মাওলানা মোহাম্মদ হুসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির মাওলানা বজলুর রহমান জেহাদি, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আজম খান, প্রচার সম্পাদক মামুন খান প্রমুখ।