রুহুল আমিন হাওলাদারের কাছে সম্পদ বিবরণী চাইবে দুদক




রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ মে) দুদক প্রধান কার্যালয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সরকারি টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ২০ মে দুদকে হাজির হতে বলা হয়েছিল। তবে ওমরায় যাবেন বলে সময় চেয়ে আবেদন করেন তিনি।

এর আগে গত ৪ এপ্রিল রুহুল আমিন হাওলাদারের দুদকে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টে রিট হলে তা চার সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়। পরে নির্দিষ্ট সময় পর তাকে আবার তলব করা হয়।