বিএনপি কার্যালয়ের সামনে ফের বিক্ষোভ ছাত্রদলের

বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভবয়সসীমা না রেখে কমিটির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও বিক্ষোভ করেছেন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় দিকে ছাত্রদলের অবস্থান কর্মসূচি শুরু হয়ে শেষ হয় দুপুর পৌনে ১টায়। এ সময় তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতেও দেখা গেছে। 

বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করছি। আগামীকাল (সোমবার) আবার শান্তিপূর্ণ অবস্থা নেবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ১১ জুন কেন্দ্রীয় কার্যালয়ে তালা ও ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির একটা সমাধান দেওয়া হবে−বিএনপির শীর্ষ নেতাদের এমন আশ্বাসের পর এই দিন রাতে কার্যালয়ের তালা খুলে দেন তারা। কিন্তু দাবি আদায় না হওয়ায় আবারও কর্মসূচি পালন করছেন তারা।   

বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘সার্চ কমিটি ও সিনিয়র নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু আমাদের দাবি পূরণে এখন পর্যন্ত কোনও অগ্রগতি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার। বয়সের সীমারেখা তুলে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’