শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

শ্রীলঙ্কায় বোমা হামলা (ফাইল ছবি)

শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৭ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে। 

শফিকুর রহমান দাবি করেন, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় হোটেল ও চার্চে উগ্রবাদীদের বোমা হামলার ঘটনার পর সেখানকার মুসলমানদের ওপর সেই দেশের সরকারের জুলুম-নির্যাতনের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। এ যাবত ১ হাজার ৭শ’ ২০ জন মুসলমানকে গ্রেফতার করা হয়েছে। এমনকি মসজিদে মুসলমানরা নামাজ আদায় করতেও যেতে পারে না।

জামায়াতশ্রীলঙ্কায় মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে দাবি করে জামায়াতের সেক্রেটারি বলেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে ও গ্রেফতার করে শ্রীলঙ্কা সরকার জাতিসংঘ কর্তৃপক্ষ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদে বর্ণিত ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মুসলিম উম্মাহ ও জাতিসংঘসহ সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সোচ্চার হতে হবে।
শ্রীলঙ্কার মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করতে সেই দেশের সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।