‘চোখ মেলে সাড়া দিচ্ছেন এরশাদ’

সংবাদ সম্মেলনে জিএম কাদেরজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসকরা ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তার ছোটভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘আজ তাকে ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন।’ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তার শরীরে সংক্রমণ অনেকটাই কমেছে। কিডনি কতটা কাজ করছে, সেটা পরীক্ষা করতে আজ চিকিৎসকরা ডায়ালাইসিস বন্ধ রেখেছেন।’

এরশাদের লিভারে বিলিরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘তার রক্তে কিছুটা প্লাটিলেট দেওয়া হচ্ছে প্রতিদিনই। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।’

এরশাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব এড়িয়ে চলতে গণমাধ্যমকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানান জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. আজম খান, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ জুন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

আরও পড়ুন- অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন: জিএম কাদের