রংপুর উপনির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ





c2d6de329543fd4a08b1320aff67f6-56f6b716983dc-1546098879225জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে খালি হওয়া আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। শনিবার (৩ আগস্ট) বিকালে পুরানা পল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় দলটির আমির ও চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ সিদ্ধান্ত নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। একদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অপরদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও সরকার সেদিকে কোনও ভ্রুক্ষেপ করছে না। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সচেতন দেশবাসী শঙ্কিত। দেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। খুন-গুম, ধর্ষণ, দুর্নীতি ছেঁয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, লোকমানাই হোসাইন জাফরী প্রমুখ অংশ নেন।