আমরা আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবো: মির্জা ফখরুল





নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কিন্তু মানুষের শক্তি দিয়েই আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবো।’
সোমবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে কেএম হেমায়েত উল্ল্যাহর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সংস্কৃতিটা এমন হয়ে যাচ্ছে যে হঠাৎ করে উড়ে আসা লোকজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দিই। এটা করলে রাজনীতির সুবাতাস আর বইতে পারে না। অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে।’
তিনি বলেন, ‘যাকে তাকে আটক করে আওয়ামী লীগ ভাবছে তারা চিরদিন ক্ষমতায় থেকে যাবে। এটা তারা পারবে না। কারণ, দেশনেত্রী খালেদা জিয়ার শক্তি হচ্ছে, এদেশের সাধারণ মানুষ তাকে ভালোবাসে। মানুষের জন্য সংগ্রাম করা আপসহীন নেত্রী তিনি। তিনি বের হবেন, এদেশের মানুষই তাকে বের করবে। সুতরাং হতাশ হবেন না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার এসব সংকটে পড়েছি। আমরা কিন্তু মানুষের শক্তি দিয়েই আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠবো।’
বিএনপিকে পরাজিত করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এদেশের মানুষের দল। বিএনপির রাজনীতি হচ্ছে এদেশের মানুষের রাজনীতি।
মানুষের জীবনের নিরাপত্তা নেই—এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এখন তারা যেসব কথাবার্তা বলছেন, তাতে একটি জিনিস পরিষ্কার, এদের কোনও দায়িত্বশীলতা নেই। রাষ্ট্র বিপন্ন হয়ে পড়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন কোথায়? যেখানে হাসপাতালে রোগীকে চিকিৎসা দেওয়া যায় না, যেখানে মশকনিধনের ওষুধ আনা যায় না, যেখানে নিরাপদ সড়ক তৈরি করা যায় না, সেখানে উন্নয়ন কোথায়? মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই।’ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বলে মত দেন তিনি।