ঘটা করে তারিখ দিয়ে আন্দোলন হয় না: খন্দকার মাহবুব

সমাবেশে বক্তব্য রাখছেন খন্দকার মাহবুব (ছবি– প্রতিনিধি)

ঘটা করে তারিখ দিয়ে আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে। এই সবাইকে নিয়ে আন্দোলন করতে করতে ১১ বছর কাটালাম। আন্দোলন ঈদের পরে হবে, রোজার পরে হবে; কিন্তু আজ পর্যন্ত সেই সময় আসলো না!’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আয়োজিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এক সমাবেশে তিনি একথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘আজকে বাংলাদেশে একটা অবৈধ সরকার আমাদের ওপর চেপে বসেছে। আর আমরা বিনা দ্বিধায় তা মেনে নিচ্ছি। বাংলাদেশের মানুষকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে হত্যা-গুম চলছে, এভাবে আর বেশিদিন চলতে দেওয়া হবে না। সরকারও এটা জানে, আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। যেকোনও সময় বৈশাখী ঝড়ে এই সরকারের পতন হবে।’

গণ-বিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, গণতন্ত্র ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। তাই গণতন্ত্রকে যদি ধরতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। তৃণমূল খুবই উত্তপ্ত। এদের ঘটা করে বিভাগীয় সম্মেলন করে উজ্জীবিত করার দরকার নেই। তাদের যেটা দরকার সেটা হচ্ছে সাহসী নেতৃত্ব।’

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ‘আমরা আইনজীবী হিসেবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য ও গণতন্ত্রের জন্য সরকারের পতন ঘটাবো। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি; স্বৈরশাসককে গণতান্ত্রিক পদ্ধতিতে বিদায় দেবো।’

আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।