রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করবে বিরোধী দলগুলো

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

আগামীকাল ১৫ সেপ্টেম্বর (রবিবার) জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ পালন করবে বিএনপিসহ দেশের বিরোধী দলগুলো। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর থেকে দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি দেশের গণতন্ত্র, মানবাধিকারসহ প্রাসঙ্গিক বিষয়ে সংবাদ সম্মেলন করবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। এতে দলের জ্যেষ্ঠ নেতারাও থাকবেন বলে আশা করা হচ্ছে।

দেশের বিরোধী রাজনৈতিক দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট যৌথভাবে কোনও কর্মসূচি পালন না করলেও পৃথকভাবে দিবসটিকে উদযাপন করবে।

ফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের গণতন্ত্রের পরিস্থিতি তো ভালো নয়। একটি ছাত্রসংগঠন তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চা করবে, সে সুযোগটিও সরকার কেড়ে নিয়েছে। ইতোমধ্যে ছাত্রদলের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত দেশের গণতন্ত্রের পরিস্থিতি অনেক বেশি খারাপ।’

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ইতোমধ্যে কর্মসূচি দিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গণতন্ত্র দিবস উপলক্ষে নাগরিক ঐক্য একটি সেমিনার আয়োজন করবে ১৬ সেপ্টেম্বর সোমবার। আমরা রবিবার (১৫ সেপ্টেম্বর) কোনও হল বরাদ্দ না পাওয়ায় এ সেমিনার একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, আগামী সোমবার নাগরিক ঐক্যের ব্যানারে সেমিনার হবে বিকাল ৫টায়। এতে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বাণী দিয়েছেন। ইউএন ওয়েবসাইটে দেওয়া সেই বাণীতে তিনি বলেন, ‘‘গণতন্ত্র দিবস’ পালনের এই মুহূর্তে আমি বিশ্বের সব দেশের সরকারকে (মানুষের) সক্রিয়-বাস্তব ও অর্থপূর্ণ অংশগ্রহণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই। আমি তাদেরকে প্রণতি জানাই, যারা [অংশগ্রহণকে] বাস্তব রূপ দিতে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন।’

জাতিসংঘের ওয়েবসাইটে দিবসটির এ বছরের প্রতিপাদ্যে বলা হয়েছে: অন্তর্ভুক্তি ও অংশগ্রহণ গণতন্ত্রের ভিত্তি: গণতন্ত্র যে জনমানুষের প্রশ্ন সেই ব্যাপারটাকে আবারও সামনে নিয়ে আসা এবারের গণতন্ত্র দিবসের অঙ্গীকার। গণতন্ত্রকে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও মানবাধিকারের প্রাথমিক ভিত্তি আখ্যা দিয়ে ইউএন-এর ওয়েবে বলা হয়েছে, অন্তর্ভুক্তি, সমানাধিকার ও অংশগ্রহণের ভিত্তিতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

বিএনপির সূত্রগুলো বলছে, একাদশ জাতীয় নির্বাচন পরবর্তী সরকারের সিদ্ধান্ত, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হয়রানি, ধর্ষণ ইত্যাদি বিষয়গুলোকে প্রতিপাদ্য করেই বিএনপির বক্তব্য উপস্থাপিত হবে। সর্বশেষ ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞার বিষয়টিকেও তুলে ধরা হতে পারে, এমন আভাস মিলেছে বিএনপির একাধিক নেতার বক্তব্যে।