বিএনপি নেতা দুদুর বাড়িতে হামলা, নিন্দা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গা শহরের বাসভবনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি কাপুরুষোচিত। মানুষের বাক স্বাধীনতা খর্ব করতে এই হামলার মাধ্যমে সারা দেশের মানুষকে সতর্কবার্তা দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনসমর্থনে নয়, সরাসরি গুণ্ডামির ওপর ভর করে দেশ শাসন করছে। তাদের অপশাসনে সারা দেশ নরকে পরিণত হয়েছে। শামসুজ্জামান দুদু সত্য উচ্চারণ করেন, মুক্ত কন্ঠে সরকারের অন্যায়গুলো তুলে ধরেন, তাই তার কণ্ঠকে রুদ্ধ করার জন্যই চুয়াডাঙ্গা তার শহরের বাসভবনে সন্ত্রাসীরা হামলা করেছে। আমি শামসুজ্জামান দুদুর বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।