জামিনে মুক্তি পেলে বিদেশ যাবেন খালেদা জিয়া





খালেদা জিয়াজামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কথা জানিয়েছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশীদ।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির তিনজন সংসদ সদস্য মঙ্গলবার সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান। সেখানে তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।
এই তিন সংসদ সদস্য হলেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম। 

বিএসএমএমইউতে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার যে-সব অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য তার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এ কারণে তার বিদেশে চিকিৎসা দরকার। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, বাস্তবিকই তার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।’






জামিন পেলে বিএনপি চেয়ারপারসন বিদেশে চিকিৎসার জন্য যেতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘তিনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজকে তিনি জামিন পেলে কালকেই বিদেশ যাবেন। তিনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে তার চিকিৎসা।’
পরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এখন সবচেয়ে বেশি জরুরি। তিনি কোন দেশে যাবেন, সেটা তিনি বের হয়ে ঠিক করবেন। তার ডিজিজ অ্যানালাইসসি করে এটা ঠিক করবেন চিকিৎসকেরা।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে হারুন জানান, তার হাত ফুলে গেছে। তার হাত টাচ করা সম্ভব হচ্ছে না কারও। নিজে খেতে পারছেন না।
চেয়ারপারসন দলের খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় প্রধান খুবই হতাশ।

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় তার। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩৩টি মামলা চলছে।