ভারতকে ফেনী নদীর পানি দিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে: জামায়াতে ইসলামী





জামায়াতে ইসলামীজামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, ভারতকে ফেনী নদীর ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার করার অধিকার দিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত বেদনা ও পরিতাপের বিষয়, প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থ আদায় করার পরিবর্তে ফেনী নদীর পানি দিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন। তার জাতীয় স্বার্থবিরোধী এ কর্মকাণ্ডে দেশবাসী বিক্ষুব্ধ ও মর্মাহত।’
এতে বলা হয়, ‘গঙ্গা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে কোনও আলোচনা আদৌ হয়েছে কিনা, তাও দেশবাসী জানেন না।’ দেশের স্বার্থ আদায়ে শেখ হাসিনার সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।