অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করেছেন এরশাদ: জিএম কাদের





received_729301970867965অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে হুসেইন মুহম্মদ এরশাদ কাজ করেছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, এরশাদ গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। তিনি শুভ জন্মাষ্টমীর দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
রংপুর-৩ আসনের উপনির্বাচনে ‘লাঙল’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিএম কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহাজোট গঠন করে নির্বাচন করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন হয়েছে। তাই প্রতিবছরের মতো এবারও অনেক বেশি দুর্গাপূজা হচ্ছে।
বাংলাদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে মন্তব্য করে জিএম কাদের বলেন, আমরা সবাই সম্প্রীতির এই ধারা বজায় রাখবো। কোনও ধর্মই অন্য ধর্মের সঙ্গে বৈরী আচরণ সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।