কল্যাণ পার্টি থেকে সরে গেলেন আমিনুর!





এম এম আমিনুর রহমানবিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি চেয়েছেন এম এম আমিনুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত শনিবার (৫ অক্টোবর) তিনি দলীয় চেয়ারম্যান বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন।
কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল-আমিন ভুঁইয়া রিপন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও অব্যাহতিপত্র পাওয়ার কথা স্বীকার করেন। তবে জানান, তিনি তা গ্রহণ করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল নিয়ে গত ২৭ জুন ‘জাতীয় মুক্তি মঞ্চ’-এর ঘোষণা দেন এলডিপির সভাপতি। এতে যোগ দেয় কল্যাণ পার্টিও। তবে এ ব্যাপারে দলের মহাসচিব আমিনুরের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। এ কারণে চেয়ারম্যানের ওপর মনঃক্ষুণ্ন হন তিনি। মহাসচিব পদ থেকে অব্যাহতি চাওয়ার কারণগুলোর মধ্যে এটিও একটি।
আমিনুরের ঘনিষ্ঠ এক একটি সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থতি নিয়ে তিনি হতাশ। রাজনৈতিকভাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেও তিনি অব্যাহতি চাইতে পারেন।
এ বিষয়ে কথা বলতে একাধিক মাধ্যমে যোগাযোগ করেও আমিনুরের বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ মার্চ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হন আমিনুর। পরে ওই বছরের ডিসেম্বরে দলীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন তিনি। গত ৬ এপ্রিল দলীয় কাউন্সিলে পুনরায় মহাসচিব নির্বাচিত হন।