১৩ অক্টোবর নাগরিক শোক র‌্যালি করবে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টবুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৩ অক্টোবর নাগরিক শোক র‌্যালি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এদিন ঐক্যফ্রন্ট গঠনেরও এক বছর পূর্ণ হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের এ কর্মসূচি সাংবাদিকদের জানান জোটের শরিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এর আগে দুপুর ১২টার দিকে মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে অংশ নেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা সভার সিদ্ধান্ত ছিল। দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র‌্যালি করবো। এই র‌্যালি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।’
শোক র‌্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।