দেশে অস্থিরতা বিরাজ করছে: জিএম কাদের

বক্তব্য রাখছেন জিএম কাদের (ছবি– প্রতিনিধি)

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দেশে সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখ-শান্তি নাই।’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘মানুষের মধ্যে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে।’

ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এতে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এসএম ফয়সল চিশতী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, টিমের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন প্রমুখ।

এছাড়া, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে বনানী চেয়ারম্যানের অফিসে। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, যুগ্ম আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সদস্য জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক টিমের সদস্য ও সাংগঠনিক সম্পাদক নির্মল দাস এবং মো. হেলাল উদ্দিন।