'তারা গণতান্ত্রিক হয়েও ছাত্র সংসদের নির্বাচন দেয়নি'

এরশাদ বলেছেন, 'অামি না হয় স্বৈরাচার ছিলাম। কিস্তু তারা (আওয়ামী লীগ ও বিএনপি) নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে। অথচ ক্ষমতায় থাকাকালে তারা ছাত্র সংসদগুলোতে নির্বাচন দেয়নি। সাহস থাকলে নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা যাচাই করুন।'

এজন্য দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলোতে অবিলম্বে নির্বাচন দেওয়ার অাহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তেন জাতীয় ছাত্র সমাজের নতুন পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে বর্তমানে দিশেহারা দল উল্লেখ করে এরশাদ বলেন, তাদের নেতৃত্ব অাজ সঙ্কটাপন্ন। তাই ভবিষ্যতে তাদের সরিয়ে অামরা ক্ষমতায় যাবো।' ভবিষ্যতে জাতীয় পার্টির দৃষ্টি শুধু ক্ষমতার দিকেই থাকবে বলেও ছাত্র সমাজকে জানান তিনি।

এরশাদ বলেন, 'দুঃশাসনে মানুষের আজ নাভিশ্বাস উঠছে। দেশের দিশাহারা মানুষ মুক্তি চায়, কাজ চায়। দেশে বিচার ব্যবস্থাতেও চলছে বৈষম্য। অাজ বড়লোকের জন্য এক বিচার আর গরিবের জন্য অন্য বিচার। আমরা চাই দেশে ন্যয়বিচার প্রতিষ্ঠিত হোক।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান।