গৌরবোজ্জ্বল ঐতিহ্য হারাচ্ছে ছাত্র রাজনীতি: জিএম কাদের





ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যন ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এখন হারাতে বসেছে। বিপর্যয় থেকে উত্তরণের জন্য ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হবে।
রবিবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দলীয় ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ছাত্ররা জাতির ভবিষ্যৎ মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘সেই ভবিষ্যৎকে আমরা অন্ধকারের পথে ঠেলে দিতে পারি না। আমরা জাতীয় ছাত্র সমাজকে আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, বর্তমান ছাত্র রাজনীতি যে পথে গেছে তা জাতির জন্য অশনিসংকেত। জাতীয় ছাত্রসমাজের প্রত্যেক নেতাকর্মী এইচ এম এরশাদের আদর্শে উজ্জীবিত হবে। তাদের নিজেদের আদর্শের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।’
এরশাদ কখনও ছাত্রসমাজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাননি বলেও দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সম্মেলন দেখভালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মো. জামাল উদ্দিন, সদস্য সচিব ফয়সাল দিদার দিপু, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান জুয়েল প্রমুখ।