ক্যাসিনোয় জড়িত যত বড় নামই আসুক ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী





তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনোর সঙ্গে জড়িত যাদের নাম আসবে, তাদের মধ্যে বড় ধরনের কোনও ব্যক্তিত্ব থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে আইন আছে, আইন তার নিজস্ব গতিতে চলবে।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। আমি মনে করি, যদি এটি সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক হবে।’
তিনি বলেন, ‘যে ধরনের রাজনীতিবিদের নাম এখানে আসছে, সেটি আসাটাই উচিত হয়নি বা আমরা কখনও তা কল্পনা করিনি। তবে যার নামই আসুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলার বোরহানউদ্দিনের ঘটনা ভিন্নখাতে নিতে একটি মহল পাঁয়তারা করছে— অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে তাদের কঠোরহস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনারের উদ্বোধনীতে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানও বক্তৃতা করেন। বাংলাদেশ ছাড়া ভারত, চীন, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন।